ঘষেমেজে নতুন করা হচ্ছে হলিউডের সাইনবোর্ডটি

|

নতুনভাবে সাজছে হলিউড সাইনবোর্ড। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে উদযাপন করা হবে সাইনবোর্ডের শতবর্ষ।

হলিউড সাইনটিকে বলা হয় বিশ্ব চলচ্চিত্র শিল্পের আলোকবর্তিকা। ঘষেমেজে নতুন করা হচ্ছে লেখাটি। ব্যবহার করা হচ্ছে ২৫০ গ্যালন সাদা রঙ। কর্তৃপক্ষ জানিয়েছে, এই পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে ২ মাস।

১৯২৩ সালে হলিউড পাহাড়ে হলিউড ল্যান্ড লেখা ১৩ অক্ষরের সাইনবোর্ড তৈরি করা হয়। প্রথমদিকে আবাসিক ব্যবসায় ক্রেতা আকৃষ্ট করতে বানানো হয় এটি। ১৯৪০ সালে সংস্কারের সময় ল্যান্ড বাদ দিয়ে নাম করা হয় শুধু ‘হলিউড’। ১৯৭৮ সালে নতুন ও স্থায়ীভাবে তৈরি হয় স্টিলের ৪৫ ফুটের এই কাঠামো।

সাইনবোর্ডটি পাহাড়ের চূড়ায় হওয়ায় বহুদূর থেকেই দেখা যায়। রাতেও স্পষ্ট দেখার জন্য বোর্ডটিতে লাগানো আছে প্রায় ৪ হাজার বৈদ্যুতিক বাতি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply