সাজেকে সাড়ে ৬ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

|

রাঙ্গামাটি প্রতিনিধি:

পাহাড়ধসে বন্ধ হয়ে যাওয়া যান চলাচল সাড়ে ৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। দুপুর ২টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, মঙ্গলবার (৪ অক্টোবর) দিবাগত রাতে প্রবল বৃষ্টিপাতের কারণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড়ধসে সাজেকের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বুধবার সকাল ৮টার দিকে বিচ্ছিন্ন হয় যোগাযোগ। এর ফলে পর্যটন কেন্দ্রটিতে বেড়াতে যাওয়া প্রচুর সংখ্যক পর্যটক আটকা পড়েন। যান চলাচল শুরু হলে পর্যটকদের আসা-যাওয়া শুরু হয়।

যান চলাচল স্বাভাবিক করতে সেনাবাহিনীর একটি টিম রাস্তা থেকে মাটি সরানোর কাজ করে। এদিকে, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, রাতে প্রচুর বৃষ্টির কারণে সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দ রাম পাড়া এলাকায় রাস্তার ওপর একটি পাহাড়ের বেশ বড় অংশ ধসে পড়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সেখানে কোনো বসতি না থাকায় ঠিক কখন ধসে পড়েছে তাও জানা যায়নি।

উল্লেখ্য, পূজার ছুটির কারণে হাজারও পর্যটক ভিড় করেছিল সাজেকে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply