উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হোঁচট খাওয়ার রাতে জয় পেয়েছে বাকি জায়ান্টরা। ম্যাকাবি হাইফাকে ৩-১ গোলে হারিয়েছে য়্যুভেন্টাস। এসি মিলানের বিরুদ্ধে চেলসি এবং কোপেনহেগেনের বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যানসিটি। এদিকে, জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল।
ইজরাইলি ক্লাব ম্যাকাবি হাইফাকে আতিথ্য দেয় ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্টাস। ম্যাচের ৩৫ মিনিটে মিডফিল্ডার রেবিওর গোলে লিড নেয় তুরিনের ক্লাবটি। ৫০ মিনিটে ডি মারিয়ার অ্যাসিস্টে জুভেদের ব্যবধান দ্বিগুন করেন স্ট্রাইকার ভ্লাহোভিচ। ৭৫ মিনিটে ডিন ডেভিড এক গোল শোধ দেন ম্যাকাবির হয়ে। তবে ৮৩ মিনিটে রেবিও য়্যুভেন্টাসের ৩-১ গোলের সহজ জয় নিশ্চিত করেন।
ই গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট চেলসি ও এসি মিলান। স্ট্যাম্পফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই দাপুটে ছিল ব্লুরা। ২৪ মিনিটে ফোফানার গোলে লিড নেয় চেলসি। ৩৩ মিনিটে মেসন মাউন্টের গোল বাতিল হয় অফসাইডে। তবে ৫৬ মিনিটে রিচ জেমসের ক্রসে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুন করেন অবামেয়াং। আর ৬১ মিনিটে জেমস নিজেও স্কোর শিটে নাম তুললে ৩-০ গোলের বড় জয় পায় গ্রাহাম পটারের চেলসি।
এফ গ্রুপের ম্যাচে টানা তৃতীয় জয় পেয়েছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শাখতার দোনেস্কের বিপক্ষে ঘরের মাঠে আধিপত্য দেখায় লস ব্লাঙ্কোসরা। ১৩ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগোর গোলে লিড নেয় রিয়াল। ২৮ মিনিটে নিখুত ফিনিশিংয়ে দলের ব্যবধান দ্বিগুন করেন ভিনিসিয়াস জুনিয়র। ৩৯ মিনিটে স্রোতের বিপরীতে এক গোল শোধ দেয় ইউক্রেনের ক্লাব শাখতার। ম্যাচের বাকি সময় বেনজিমারা একের পর এক সুযোগ হাতছাড়া করায় ২-১ এর জয়ে তুষ্ট থাকতে হয় চ্যাম্পিয়নদের।
জি গ্রুপের ম্যাচে কোপেনহেগেনের বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যানসিটি। ৭ ও ৩২ মিনিটে ইনফর্ম হ্যালান্ড জোড়া গোল করেন সিটিজেনদের হয়ে। ৩৯ মিনিটে কোপেনহেগেন আত্মঘাতী গোল হজম করে। এরপর মাহারেজ ও জুলিয়ান আলভারেজ স্কোর শিটে নাম তুললে ৫-০ ব্যবধানে জয় পায় সিটি।
এদিন রাতে নিজেদের মাঠে পিএসজিকে ১-১ গোলে রুখে দিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা।
/এমএন
Leave a reply