ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত

|

ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক ফিলিস্তিনি। বুধবার (৫ অক্টোবর) পশ্চিম তীরে হওয়া সংঘাতে তিন সাংবাদিকসহ আরও ৭ জন আহত হন।

বিবিসি জানিয়েছে, নিহতকে ২১ বছর বয়সী আলা জাঘাল হিসেবে শনাক্ত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানিয়েছে, তার বাড়ি নাবলুসের পশ্চিমাঞ্চলে।

সালমান ওমরান নামে এক ব্যক্তিকে খুঁজতে এলাকাটিতে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ঘেরাও করার পাশাপাশি বুলডোজার দিয়ে ভাঙা হয় ঐ ফিলিস্তিনির বাড়ি। এরপরই আত্মসমর্পণ করেন ওমরান। তার বিরুদ্ধে অভিযোগ, স্বাধীনতা আন্দোলনকে সমর্থন জানাতে অনলাইনে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি।

এ ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে পশ্চিম তীর। দুই পক্ষের ধাওয়া-পাল্টা-ধাওয়ায় ব্যাপক সহিংসতা ছড়ায়। চলতি বছর ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন শতাধিক ফিলিস্তিনি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply