দীপাবলিকে সামনে রেখে নিজেই নিজেকে ফ্ল্যাট উপহার দিলেন বলিউডের ধাকধাক গার্ল খ্যাত মাধুরী দীক্ষিত। এ যুগে মাধুরীর চাহনির প্রেমে পড়েননি এমন মানুষের দেখা মেলা ভার। এবার মুম্বাইয়ের লোয়ার প্যারেল এলাকায় ৫৪ তলায় কিনলেন এক বিলাসবহুল ফ্ল্যাট।
মাধুরীর নতুন এই ফ্ল্যাট রীতিমতো চোখ ধাঁধাবে। গেলো ২৮ সেপ্টেম্বর ফ্ল্যাটটির নথিভুক্তিকরণ সম্পন্ন হয়। জানা গিয়েছে, বিলাসবহুল এই আবাসনে রয়েছে বহু সুযোগসুবিধা। ফ্ল্যাটটি আয়তনে ৫ হাজার ৩৮৪ বর্গফুট। সাতটি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া রয়েছে স্যুইমিং পুল, জিম, স্পা, ক্লাব এবং ফুটবল খেলার জায়গা।
সংবাদ সূত্রের খবর, ফ্ল্যাটটি এমন জায়গায় রয়েছে, যেখান থেকে দেখা যাবে আরব সাগর। এই ফ্ল্যাট কেনার আগে মাধুরী লোখান্ডওয়ালার একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকতেন। বাড়ি ছাড়াও একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে তার। তালিকায় রয়েছে অডি, টয়োটা ইনোভা ক্রিস্টা, রোলস রয়েস, স্কোডা র্যাপিডের গাড়ি।
৮০ দশকের সারা জাগানো অন্যতম অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অনিল কাপুরের সাথে তেজাব ছবির মধ্যে দিয়ে তিনি বলিউডে ঝড় তোলেন।
এটিএম/
Leave a reply