দক্ষিণ মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান শহরের একটি হলরুমে বন্ধুকধারীর এলোপাতাড়ি গুলিতে মেয়রসহ ১৮ জন নিহত হয়েছে। এছাড়া নিহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) মেক্সিকান পত্রিকা এল ইউনিভার্সাল জানায়, এ ঘটনায় শহরের মেয়র কনরাডো মেন্ডোজাসহ নিহত হয়েছেন তার বাবা জুয়ান।
পত্রিকাটি আরও জানায় ধারণা করা হচ্ছে, মেয়রকে হত্যার উদ্দেশেই এ হামলা চালানো হয়েছে। হামলাকারীরা লস টেকুইলেরোস নামের একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য।
তবে বার্তাসংস্থা রয়টার্স তাৎক্ষণিক এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
এটিএম/
Leave a reply