জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রকে ইউক্রেনের অংশ হিসেবেই বিবেচনা করবে আন্তর্জাতিক পরমাণু সংস্থা-আইএইএ।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) কিয়েভে প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কির সাথে এক বৈঠকে মিলিত হন সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন তারা দুজন। এ সময়, জাপোরিঝিয়া প্ল্যান্টে রুশ সেনাদের উপস্থিতি ঘোর নিয়ে আপত্তি জানান জেলেনস্কি। জানান, এখনও ৫০০ রুশ সেনা রয়েছে সেখানে। জেলেনস্কির দাবি, পরমাণু হামলা নিয়ে ব্ল্যাকমেইল করছে মস্কো।
সংবাদ সম্মেলনে, অবিলম্বে যুদ্ধ বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেন আইএইএ প্রধান গ্রসি। সব পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বানও জানান তিনি। কিয়েভের পর মস্কো সফরে যাবার কথা গ্রসির।
আইএইএ প্রধান রাফায়েল গ্রসি বলেন, জাপোরিঝিয়ায় প্ল্যান্টকে ইউক্রেনের স্থাপনা হিসেবেই বিবেচনা করছে আইএইএ। আন্তর্জাতিক আইন মেনে সব কিছু হওয়া উচিত। এখানে যে যুদ্ধ চলছে, আমরা চাই তা এখনই বন্ধ হোক।
/এসএইচ
Leave a reply