যমুনায় গোসলে নেমে বাল্কহেডের নিচে তলিয়ে যুবকের মৃত্যু

|

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে বালুবাহী বাল্কহেডের নিচে তলিয়ে মো. সিরাজ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলের দিকে যমুনা নদীর শেখ রাসেল শিশুপার্ক ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজ সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর বাগানবাড়ি মহল্লার মৃত গফুর হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার নুরুল ইসলাম বলেন, সিরাজ দুপুর থেকেই যমুনা নদীতে মাছ ধরছিলেন। মাছ ধরা শেষে তিনি গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে পাড়ে ভেড়ানো একটি বাল্কহেডের নিচে তলিয়ে যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিট অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ নৌ-পুলিশের অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, সিরাজ মাছ ধরছিলো। দুপুরের পর কোনো এক সময় তিনি পানিতে নামলে আর উঠতে পারেননি। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে অভিযান চালায় এবং সিরাজকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply