পোশাকের স্বাধীনতা বিতর্কে ইরানকে কানাডার নতুন নিষেধাজ্ঞা

|

পোশাকের স্বাধীনতাকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের ঘটনায় ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। খবর আরব নিউজের।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ওপর এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় পড়বেন বাহিনীটির বেশিরভাগ সিনিয়র কর্মকর্তা। এর ফলে বাহিনীটির প্রায় ১০ হাজার সদস্য আজীবনের জন্য কানাডায় প্রবেশের অনুমতি হারাবে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার অধীনে পরিচালিত হয় এই রেভুল্যুশনারি গার্ড বাহিনী। দেশটির নীতি নির্ধারকদের ক্ষমতার অন্যতম উৎস হিসেবে বিবেচনা করা হয় আইআরজিসিকে। ইরানজুড়ে চলা হিজাববিরোধী আন্দোলনকে ঠেকাতে ধরপাকড় এবং বিক্ষোভকারীদের ওপর হামলার জন্য এই বাহিনীকেই দায়ী করছে পশ্চিমারা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply