ইউক্রেনকে অস্ত্র কিনতে টাকা দেবে ফ্রান্স

|

অস্ত্র কিনতে ইউক্রেনকে বিপুল অর্থের সহায়তার ঘোষণা দিয়েছে ফ্রান্স। শুক্রবার (৭ অক্টোবর) চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে আয়োজিত সম্মেলন এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। ফ্রান্স টোয়েন্টি ফোরের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, এরই মধ্যে ইউক্রেনে সামরিক সহায়তার জন্য তহবিল গঠন করা হয়েছে। মূলত ইউক্রেনের গোলন্দাজ বাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ সহায়তা দেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে দূরপাল্লার কামান এবং মাল্টিপল রকেট সিস্টেম কেনা হবে ইউক্রেনীয় বাহিনীর জন্য। প্রাথমিকভাবে এ তহবিলে ১০০ মিলিয়ন ইউরো বিনিয়োগের কথা জানান ফরাসি প্রেসিডেন্ট। রুশ আগ্রাসনের শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনকে নানাভাবে সহায়তা দিয়ে আসছে ফ্রান্স।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন, ইউক্রেনকে আরও দূরপাল্লায় কামান সরবরাহের জন্য ইউরোপের কয়েকটি দেশের সাথে আমরা কাজ করছি। আর তাই আমরা একটি বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। রুশ আক্রমণ প্রতিরোধে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম কিনতে এ তহবিলের অর্থ দেয়া হবে। প্রাথমিকভাবে তহবিলে ১০০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করা হবে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply