বাঘিনীদের ৫৯ রানে হারালো ভারত

|

সেট ব্যাটার ফারজানাকে সাজঘরে পাঠানোর পর দিপ্তী শর্মা।

নারীদের এশিয়া কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশকে ৫৯ রানে হারিয়েছে ভারত। ভারতের দেয়া ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় টাইগ্রেসদের ইনিংস।

টস জিতে ১ম ইনিংসে ব্যাট করতে নেমে শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার ৯৬ রানের অপ্রতিরোধ্য উদ্বোধনী জুটিতে দূর্দান্ত সূচনা পায় ভারত। ব্যক্তিগত ৪৭ রানে ফাহিমা খাতুনের বলে ভারতের অধিনায়ক স্মৃতি সাজঘরে ফিরলেও অর্ধশতক তুলে নেন শেফালি।

এরপর, জেমিমাহ রদ্রিগেজ খেলেন ২৪ বলের ৩৫ রানের অপরাজিত ইনিংস। ৫ উইকেট হারিয়ে ১৫৯ রানে শেষ হয় ভারতের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৫ রান যোগ করেন ফারজানা হক ও মুরশিদা খাতুন। ২১ রানে স্নেহ রানার শিকার হন মুরশিদা। আর দীপ্তি শর্মার বলে কাটা পড়েন ফারজানা। অধিনায়ক নিগার সুলতানা একপাশ রেখে করেন ৩৬ রান। তবে এড়াতে পারেননি দলের হার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply