সুরক্ষা অ্যাপে নেই সুরক্ষা, টাকার বিনিময়ে করোনা টিকার সনদ!

|

স্বাস্থ্য আধিদপ্তরের সুরক্ষা অ্যাপের নিয়ন্ত্রণ নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। তাদের হাতে রয়েছে গুরুত্বপূর্ণ এই অ্যাপের পাসওয়ার্ড। মাত্র তিন থকে চারশত টাকার বিনিময়ে তারা দেয় সব ধরনের টিকার সনদ। এমন চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতার একরাম হোসেনের কাছে রয়েছে সুরক্ষা অ্যাপের ইউজার আইডি ও পাসওয়ার্ড। এছাড়া নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর সানোয়া কবিরের কাজ এনআইডি সার্ভার থেকে সব ধরনের তথ্য দেয়া। চক্রটি গত চার বছরে এ কাজ করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

এ বিষয়ে ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, চক্রটি ফেসবুক ও হোয়াটস অ্যাপে বিজ্ঞাপন দিয়ে গ্রাহক সংগ্রহ করতো। একইসাথে দ্রুততার সাথে এনআইডি কার্ড তৈরি ও জন্মনিবন্ধন সনদও দিয়ে আসছিলো। এরসাথে সুরক্ষা অ্যাপের এডমিনের কেউ জড়িত কিনা তা তদন্ত করা হবে।

ডিবি প্রধান আরও বলেন, অভিযুক্তদের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। চক্রের বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply