হংকংয়ে একটি দুর্লভ গোলাপি হিরা বিক্রি হয়েছে প্রায় ৫৮ মিলিয়ন ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটি টাকারও বেশি। এই হিরাটি এখনো বিক্রীত হিরাগুলোর মধ্যে ক্যারেটপ্রতি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। যা একটি বিশ্ব রেকর্ডও।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৭ অক্টোবর) হংকংয়ে ১১ দশমিক ১৫ ক্যারেট ওজনের উইলিয়ামসন পিংক স্টার নামে ওই হিরাটিকে নিলামে তোলা হয় বলে জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফ্লোরিডার এক ক্রেতা হিরাটি কিনে নেন। নিলামে হিরাটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২১ মিলিয়ন ডলার।
এখনো পর্যন্ত বিশ্বে যত গোলাপি হিরা বিক্রি করা হয়েছে তার মধ্যে এই হিরাটি দ্বিতীয় বৃহত্তম। বিশ্ব বাজারে গোলাপি হিরা বেশ দুর্লভ এবং উচ্চমূল্যের একটি বস্তু। এখনো পর্যন্ত বিশ্বে সবচেয়ে দামি গোলাপি হিরা বিক্রি করা হয়েছে ২০১৭ সালে। সিটিএফ নামে পরিচিত ওই গোলাপি হিরাটি বিক্রি করা হয়েছিল ৭ কোটি ১২ লাখ ডলারে।
/এনএএস
Leave a reply