রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা ছিল নবীন আইসল্যান্ডের বিপক্ষে ‘ড্র’ দিয়ে। তারপর ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে ধরাশায়ী হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় মেসি বাহিনী। শেষ ষোলোয় যেতে আজ নাইজেরিয়ার বিপক্ষে জিততে তো হবেই, মেলাতে হবে আরও কিছু সমীকরণও।
২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে ক্রোয়েশিয়া। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে নাইজেরিয়া। আর ১ পয়েন্ট নিয়ে সহাবস্থান আর্জেন্টিনা ও আইসল্যান্ডের। তবে, গোল ব্যবধানে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে আছে আইসল্যান্ড। এ অবস্থায়-
- নাইজেরিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই আলবিসেলেস্তেদের। অন্য যেকোনো ফল মানেই আর্জেন্টিনার বিদায়। নাইজেরিয়া জিতলে উঠে যাবে তারা।
- শুধু জয় পেলেই হবে না। আর্জেন্টিনাকে তাকিয়ে থাকতে হবে আইসল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের দিকেও। ওই ম্যাচে আইসল্যান্ড জিতলে এসে যাবে আরও অনেক হিসাব।
- আর্জেন্টিনার মতো আইসল্যান্ডেরও জয় ছাড়া অন্য কোনো উপায় নেই। তবে নাইজেরিয়া আর্জেন্টিনাকে হারিয়ে দিলে জিতেও লাভ হবে না বিশ্বকাপের এই নবীন দলটির।
- আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়াকে ২ বা এর বেশি গোলের ব্যবধানে না হারায়, তবে আর্জেন্টিনার সাথে ড্র-ই দ্বিতীয় রাউন্ডে নিয়ে যাবে নাইজেরিয়াকে।
- আইসল্যান্ডের সাথে ড্র করলে, এমনকি হেরে গেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে ক্রোয়েশিয়া।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply