নিউজিল্যান্ডকে ১৩৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

|

নিউজিল্যান্ডের বোলারদের আক্রমণের সামনে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এখন ১৩৮ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে কিউইরা। শেষদিকে দুর্দান্ত দুটি ছক্কা মেরে ১২ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান। অবশ্য বাজে ফিল্ডিংয়ের কয়েকটি নমুনা দেখিয়েছে কিউই ফিল্ডাররা। লিটন দাস দুবার ও আফিফ তাদের বাজে ফিল্ডিংয়ের সুযোগ তুলেছেন।

অবশ্য সুযোগটা কাজে লাগাতে পারেননি দুজনের কেউই। আফিফ হোসেন কোনো বাউন্ডারি ছাড়া ২৬ বলে ২৪ রান করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে ফিরেছেন আফিস। আফিফের আউটের পরই সফল হলেন আরেক কিউই পেসার টিম সাউদি। অধিনায়ক সাকিব আল হাসানের উইকেট শিকার করলেন তিনি। সাকিব থামলেন ১৬ বলে ১৬ রান করে।

সাকিবের আউটের পরই পর পর দুটি ছক্কা হাঁকান কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। শোধির সেই ওভার থেকে আসে ১৮ রান। পরের ওভারের প্রথম বলেই তাসকিনকে ফেরালেন বোল্ট। সাকিবের পর ব্যাট হাতে নামা তাসকিন ফিরলেন মাত্র ৩ রান করে। এর আগে ১৭তম ওভারের পঞ্চম বলে আউট হন আফিফ।

১৪তম ওভারে আউট হন ইয়াসির আলী রাব্বি। মাইকেল ব্রেসওয়েলকে আগের বলেই কাট শটে বাউন্ডারি মারেন তিনি। পরের বলটি ছক্কায় ওড়ানোর চেষ্টা করলেও মাঝ ব্যাটে খেলতে পারেননি ডানহাতি ব্যাটার। মিডউইকেটে ধরা পড়েন তিনি।

সাকিবের বদলে মাঠে নেমে কিছুই করতে পারেননি মোসাদ্দেক। টিকলেন মাত্র ৩ বল। ২ রানে তাকে ফেরান ইশ শোধি। এর আগে দারুণ ব্যাট করতে থাকা নাজমুল হোসেন শান্তর উইকেটটি শিকার করেন শোধি। শান্তকে সাজঘরে ফিরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিলেন ইশ সোধি। ৪টি চারে ২৯ বলে ৩৩ রান করে আউট হন দলে ফেরা বাঁহাতি এই ব্যাটার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply