ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে আজ রোববার মুখোমুখি হবে আর্সেনাল-লিভারপুল। এমিরেটস স্টেডিয়ামে রাত সাড়ে ৯টায় শুরু হবে এই মহারণ। আরেক ম্যাচে রাত ১২টায় লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড-এভারটন।
এবারের মৌসুমটা দারুন কাটছে আর্সেনালের। ৮ ম্যাচে ৭ জয়ে টেবিলের দুই নম্বরে গানাররা। লিভারপুলকে হারাতে পারলে আবারো শীর্ষ স্থান ফিরে পাবে আর্তেতার দল। লিভারপুলের বিপক্ষে চোট কাটিয়ে ফিরছেন আর্সেনাল অধিনায়ক ওডেগাড। তবে এখনও মাঠের বাইরে আছেন এমিল স্মিথরো আর মোহাম্মদ এলনেনি।
এই মৌসুমের ফর্মটা ভালো না গেলেও আর্সেনালের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড বেশ সমৃদ্ধ লিভারপুলের। সবশেষ ৫ দেখায় চার জয় আর ১টি ড্র রয়েছে অলরেডদের ঝুলিতে। সবশেষ দুই লিগ ম্যাচে জয়হীন থাকা ক্লপের দল ঘুরে দাঁড়াতে চায় এমিরেটস স্টেডিয়ামে।
এই ম্যাচেও পুরনো ইনজুরিতে চেম্বারলিন, আর্থার মেলো, কেইটা ও রবার্টসনের সার্ভিস পাবে না ক্লপের দল। আক্রমণে সালাহ ও দিয়াজের সঙ্গি হবেন ফিরমিনিয়ো কিংবা জটার যেকোনো একজন।
এসজেড/
Leave a reply