মামুনুর রশিদ:
সরকারের দেয়া ৫ বছর আগের জমি এখনও বুঝে পাননি কলসিন্দুরের প্রয়াত ফুটবলার সাবিনা আক্তারের মা। নারী ফুটবলের আঁতুড়ঘর কলসিন্দুরে আনন্দ থাকলেও নেই সাবিনার বাড়িতে। ২০১৭ সালে মারা যাওয়া সাবিনার মায়ের জীবন কাটছে মেয়ের স্মৃতি আকড়ে ধরে। মাসে সাড়ে ৪ হাজার টাকার সঞ্চয়পত্রে এই সময়ে জীবন চলাটা বড্ড কঠিন। অথচ ভূমি অফিস বলছে সাবিনার মায়ের নামে দেয়া হয়েছে জমির বন্দোবস্ত।
২০১৭ সাল। কান্নায় ভেঙে পড়ে গোটা কলসিন্দুর। কান্নায় বুক ভাসায় বাংলাদেশের ফুটবল। সঙ্গী হারিয়ে দিশেহারা মারিয়া মান্ডা-তহুরা-সানজিদারা। সতীর্থ সাবিনা আক্তারের হঠাৎ মৃত্যু মেনে নিতে পারেননি কেউ। শোকে আচ্ছন্ন হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
সাবিনার মা-সাবিনার সতীর্থদের এমন কান্না ছুয়ে গিয়েছিল তাকেও। তাৎক্ষণিক সিদ্ধান্তে সাবিনার পরিবারকে ৫ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী। সেই সাথে একটি জমি দেয়ার প্রতিশ্রুতিও বলা হয় সরকার থেকে। কিন্তু ৫ বছর কেটে গেলেও সেই জমি এখনও বুঝে পাননি ফুটবলার সাবিনার মা ফজিলা খাতুন।
সাফ জয় করে ফেরা কলসিন্দুরের ৮ ফুটবলাররের একজন হতে পারতেন সাবিনা। হতে পারতেন মায়ের অবলম্বন। মাকে বলেছিলেনও তার ঘরে আর অভাব থাকবে না। সাবিনাকে হারিয়েছেন, ঘরে অভাবের সেই টানাপোড়েনটা এখনও রয়ে গেছে তার।
অবশ্য ধোবাউড়া উপজেলার সহকারী ভূমি কমিশনার ফাতেমা জান্নাত বলছেন, সাবিনার মায়ের নামে বরাদ্দ জমির দলিলও হয়েছে। কাগজপত্রও বলছে তাদের জমি বুঝিয়ে দেয়া হয়েছে। অবশ্য সমস্যাটির সমাধান করারও আশ্বাস দিলেন তিনি।
/এডব্লিউ
Leave a reply