চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইরানের প্রবেশাধিকার নিষিদ্ধ করা ও তাদের সম্পদ জব্দ করা নিশ্চিত করবে জার্মানি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আনালেনা বেয়ারবক এ কথা বলেছেন। তিনি বলেন, যারা রাস্তায় নারী ও মেয়েদের মারধর করে, তারা ইতিহাসের ভুল পথে দাঁড়িয়ে আছে। যারা প্রতিবাদ করতে গিয়ে মারা গেছে, তারা স্বাধীনভাবে বাঁচতে চাওয়া ছাড়া আর কিছু চায়নি।
ইরানের জনগণের উদ্দেশে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা আপনাদের পাশে আছি। এবং আপনাদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।
/এনএএস
Leave a reply