আখাউড়ায় অটোরিকশা ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৪

|

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে অটোরিকশা ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত ৪ জনই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে আখাউড়া থানা পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, সম্প্রতি আখাউড়া থানা এলাকায় বেশকিছু অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে পৌরশহরের খরমপুর এলাকা থেকে অটোরিকশা চালক ছালেকুজ্জামানকে কোমল পানীয়জলের সঙ্গে চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় একটি ছিনতাকারী চক্র। ওই অভিযোগের ভিত্তিতে এক অটোরিকশা ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত দুটি অটোরিকশা উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।

পুলিশ আরও জানায়, অটোরিকশা ছিনতাই করার জন্য এই চক্রের ৫-৬ জন যাত্রী বেশে ভাড়ায় ঘুরে বেড়ান। সুযোগবুঝে পথিমধ্যে চা বিরতিতে নিয়ে চালককে কোমল পানীয় বা চায়ের সাথে চেতনানাশক ঔষধের মাধ্যমে অজ্ঞান করে রাস্তায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের সত্যতা স্বীকার করেছে। তারা আখাউড়া উপজেলাসহ জেলার আশপাশ থেকে অটোরিকশা ছিনতাই করে প্রতিটি অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করে। তাদেরকে আদালতের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply