সমর্থক ও গণমাধ্যমকে দলের ওপর ভরসা রাখতে বললেন শ্রীরাম

|

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালের আশা টিকিয়ে রাখার কঠিন সমীকরণে বুধবার (১২ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কঠিন সময় পার করা সাকিব-লিটনরা দ্রুতই ঘুরে দাঁড়াবেন, এমন বিশ্বাস উপদেষ্টা কোচ শ্রীধরন শ্রীরামের। সমর্থক ও গণমাধ্যমকে দলের ওপর ভরসা রাখার আহ্বানও জানান তিনি। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচ।

টানা হারে বিপর্যস্ত বাংলাদেশ দল। দুবাই থেকে ক্রাইস্টচার্চ, টি-টোয়েন্টি ফরম্যাটে কোথাও মিলছে না স্বস্তি। আসরে টানা হারে খাদের কিনারায় সাকিবের দল। বিপরীতে দাপুটে দুই জয়ে ফাইনালের সমীকরণটাও কঠিন করে দিয়েছে নিউজিল্যান্ড। সে কারণেই, বিপর্যস্ত টাইগারবাহিনীকে উজ্জীবিত করার চেষ্টা অধিনায়ক সাকিবের। আর সেই সেশনের মনোযোগী শ্রোতা ছিলেন স্বয়ং উপদেষ্টা কোচ শ্রীধরন শ্রীরাম। তিনি বলেন, সব সমর্থক ও মিডিয়াকে অনুরোধ করবো, ক্রিকেটারদের পাশে থাকুন। আমি নিশ্চিত করতে পারি, দেশের জন্য গৌরব বয়ে আনতে ছেলেরা সর্বোচ্চ চেষ্টা করছে। আমাদের চাওয়া একটাই, বাংলাদেশকে গর্বিত করা ও সমর্থকদের জন্য জয় এনে দেয়া।

ব্যাটিং কিংবা বোলিং, সব ডিপার্টমেন্টেই আত্ববিশ্বাস যেন তলানিতে। এখন পর্যন্ত একটা দল চূড়ান্ত করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবারের অনুশীলনেও দেখা গেছে একই চিত্র। ব্যাটিংটা ঝালিয়ে নেয়ার চেষ্টা করেছেন ইয়াসির রাব্বী, লিটন ও মোসাদ্দেক। অন্য দিকে, বল হাতে প্রস্তুতি নেন মোস্তাফিজ, নাসুম ও এবাদত। সবচেয়ে বড় চমক ছিল সৌম্য সরকারকে বল করতে দেখা।

কোচ শ্রীরামের আশা, বিশ্বকাপেই মিলবে সেরা সাফল্য। তিনি বলেন, আমি ধৈর্য ধরতে চাই। মৌলিক একটা স্কোয়াড আমরা পেয়ে গেছি, যারা ভবিষ্যতে ভালো করবে। বিশ্বকাপের অপেক্ষায় আছি। সবকিছুর উত্তর আমরা পাবো, দল ঠিক করে ফেলবো। যে ব্র্যান্ডের ক্রিকেট আমরা খেলবো, তা নিশ্চিতভাবেই বাংলাদেশকে গর্ব উপহার দেবে।

ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে যেতে হলে বড় ব্যবধানে জিততে হবে শেষ দুই ম্যাচ। সেখানে অবশ্যই ভূমিকা রাখতে হবে মিডল অর্ডার ব্যাটারদের।

আরও পড়ুন: কিউইদের কাছে পাত্তাই পেলো না পাকিস্তান

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply