বিচ্ছেদের গুঞ্জন উদ্দেশ্যপ্রণোদিত: বুবলী

|

ছবি: সংগৃহীত

ঢালিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন চিত্রনায়ক শাকিব-বুবলীর বিয়ে, সন্তান আর বিচ্ছেদের খবর। সম্প্রতি গুঞ্জন উঠেছে গত ৮ মাস আগেই তাদের বিচ্ছেদ হয়ে গেছে।

অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন বুবলী। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বিচ্ছেদের গুঞ্জনকে উদ্দেশ্যপ্রণোদিত বলছেন। শাকিব খানের সাথে বিচ্ছেদের গুজব উড়িয়ে দিয়ে গণমাধ্যমকে বুবলী বলেন, এ ধরনের গুজবের খবর খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। 

সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের মধ্যে বিচ্ছেদ হলে এখন কেন আমরা বিয়ে আর সন্তানের বিষয়টি সামনে আনব? তাহলে তো আট মাস আগেই আনতাম। আসলে কে বা কারা এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন তা বোধোগম্য নয়।

বুবলী আরও বলেন, আমাদের সন্তানের বিষয়টি সামনে আনার পর থেকে নানা ভিত্তিহীন গুজব অনেকে সামনে এনে ব্যক্তিগত আক্রমণ করতে চাইছেন যা আসলে ঠিক নয়। আমরা বিয়ে করেছি, সন্তান পৃথিবীতে এসেছে সুন্দর একটি পরিবারের জন্য। সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য নয়। কাজেই এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply