পীরগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

|

গাইবান্ধা প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জের একটি ইটভাটায় হওয়া বজ্রপাতে ৪ ইটভাটা শ্রমিক ও এক কৃষকসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলার চক সোলাগাড়ি এলাকার বিইবি নামের ইটভাটায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেই ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। পরে ভাটার একটি টিনশেড ঘরে আশ্রয় নেন ৪ শ্রমিকসহ ঘাস কাটতে আসা এক কৃষক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান চার শ্রমিক। আহত অবস্থায় হাসাপাতালে নেয়ার পথে মারা যান আরেকজন।

নিহতরা হলেন, সাদুল্লাপুর উপজেলার চকনদী গ্রামের নাজমুল ইসলাম (২২), একই গ্রামের সিয়াম মিয়া (২০), শাহাদত (২২) ও রশিদুল ইসলাম (২৮)। এবং পলাশবাড়ির কাবিলপুর সোনাতলা গ্রামের আ. জলিল মিয়া (৬০)।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার এসআই নূর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। ঘটনার পরপরই নিহতদের মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply