মুক্তি পেলো অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাম সেতু’র ট্রেলার। রহস্য, রোমাঞ্চ আর পৌরাণিক ইতিহাস দিয়ে ভরা এ সিনেমার গল্প। ট্রেলারই বলে দিচ্ছে সিনেমাটার গল্প ঠিক কেমন হতে যাচ্ছে। ইতোমধ্যে ট্রেলার দেখে দর্শকদের মনে সৃষ্টি হয়েছে নানান কৌতুহল।
গত বেশ কয়েকমাস ধরেই অক্ষয়ের সিনেমা রামসেতু রয়েছে আলোচনায়। কখনও সিনেমার পোস্টার ঘিরে বিতর্ক, কখনও আবার সিনেমার মুক্তি নিয়ে কৌতুহলের পারদ ছিল তুঙ্গে। তবে প্রথম থেকেই এই সিনেমা ঘিরে একাধিকবার মুখ খুলতে দেখা গেছে অক্ষয় কুমারকে। কারণ, তার পাইপলাইনে থাকা একাধিক সিনেমার মধ্যে রাম সেতু অন্যতম।
মঙ্গলবারই মুক্তি পেলো এ সিনেমার ট্রেলার। ট্রেলারে দেখা গেছে, রামসেতু রক্ষা করতে মরিয়া অক্ষয় কুমার। সিনেমাতে তিনি অভিনয় করেছেন একজন আর্কিওলজিস্টের চরিত্রে। তাকে পাঠানো হয় রামসেতু ভেঙে ফেলার ঠিক আগের মুহূর্তে। এ কাজ করতে গিয়েই তাকে সাহায্য নিতে হয় পুরাণের। এরপর বেরিয়ে আসে একের পর এক রহস্য।
অক্ষয় কুমার বুঝতে পারেন, এর সঙ্গে হিন্দু দেবতা বিষ্ণুর সপ্তম অবতার রামের সংযোগ রয়েছে। কী সত্যি, কতোটা সত্যি, কোনটা মিথ্যে এবং কোন কোন বিপদের মুখে পড়তে হয় অক্ষয়ের টিমকে- তার সব কিছুর মিশেলেই তৈরি করা হয়েছে ‘রাম সেতু’ সিনেমা।
যেখানে কাঁধে পাথর নিয়ে জলের ওপর দিয়ে হাঁটতেও দেখা গেছে অক্ষয় কুমারকে। কখনও আবার অ্যাকশনের মাঝে তিনি বুঝতে পারেন, কোথাও কোনো রহস্য ধামাচাপা দেয়ার চরম চেষ্টা চলছে। ট্রেলারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা বিষয়ই লক্ষ্য করার মতো, আর তা হল রামসেতুর ইতিহাস।
সেই ইতিহাসে লুকিয়ে আছে বহু প্রশ্নের উত্তর। আর তার গভীরে যেতেই মরিয়া তার টিম। অক্ষয় কুমারের সঙ্গে তার টিমে রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ ও নুসরত বারুচা। সিনেমায় ভিএফএক্সের ব্যবহার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তবে দর্শক এমন ভিএফএক্সের ব্যবহার ঠিক কতোটা পছন্দ করবে তা অবশ্য বোঝা যাবে সিনেমা মুক্তির পরই।
এদিকে, বিগত বছরগুলোতে অক্ষয়ের সিনেমা বক্স অফিস বাজিমাত করলেও সম্প্রতি তার অভিনীত ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ বক্স অফিসে তৈরি করেছে হতাশা। বক্স অফিসে এই তিন সিনেমার ভরাডুবির দায় অবশ্য অক্ষয় নিজের কাঁধেই নিয়েছেন। কিন্ত ‘রাম সেতু’ নিয়ে এখন আশাবাদি অক্ষয়।
/এসএইচ
Leave a reply