হিলি বন্দরে পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে ৮-১০ টাকা

|

হিলি প্রতিনিধি:

হিলি স্থলবন্দরে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের দাম। গেল তিন দিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কেজি প্রতি ৮ থেকে ১০ টাকা বেড়ে এখন ইন্দোরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে এবং নাসিকের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে।

অথচ তিন দিন আগে হিলিতে এই ইন্দোর পেঁয়াজ বিক্রি হয়েছে ২২ থেকে ২৪ টাকা এবং নাসিকের পেঁয়াজ বিক্রি হয়েছে ২৭ থেকে ২৮ টাকা কেজি দরে।

হঠাৎ করে পেঁয়াজের এই দাম বাড়ার কারণ হিসেবে আমদানি কারকরা বলছেন, ভারতে পেঁয়াজ উৎপাদিত অঞ্চল বেঙ্গালুরুতে অতি বন্যায় খেত নষ্ট হয়ে যাওয়ায় সেদেশেই পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। এ কারণে ভারতের মোকামগুলোয় পর্যাপ্ত পেঁয়াজ সরবরাহ হচ্ছে না। কেজি প্রতি ৮ থেকে ১০ টাকা বেশি দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে। আমদানি পর্যায়ে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও পেঁয়াজের দাম বেড়েছে বলে বলছেন বন্দরের আমদানি কারকরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply