১০ বছর পর পাকিস্তানে ফিরেছেন মালালা

|

ছবি: সংগৃহীত

তালেবান হামলার ১০ বছর পর মঙ্গলবার (১১ অক্টোবর) জন্মভূমি পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই। সেখানে বন্যায় বিপর্যস্ত মানুষের সাথে দেখা করবেন সর্বকনিষ্ঠ এ নোবেল বিজয়ী। মালালার সাথে তার মা-বাবাও রয়েছেন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, তাদের এ সফর ঘিরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এক দশক আগে তালেবানের গুলিতে আহত হয়ে দেশ ছাড়ার পর দ্বিতীয়বারের মতো পাকিস্তানে গেলেন তিনি।

স্বেচ্ছাসেবী সংগঠন মালালা ফান্ড এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিকে এ ফান্ডের মাধ্যমে সহযোগিতা করা হবে। এমন এক সময়ে মালালা পাকিস্তানে গেছেন, যখন তার শহর মিনগোরাতে ফের মাথাচাড়া দিয়েছে তালেবানি শাসন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply