১ লাখ টন ইউরিয়া ও ডিএপি সার কিনবে সরকার

|

ছবি: সংগৃহীত

সংযুক্ত আবর আমিরাত এবং কাতার থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার। যার দাম দাঁড়াবে ৪০৯ কোটি ৪০ লাখ টাকা। প্রতি টনের ব্যয় মূল্য ৬০ হাজার টাকার বেশি।

বুধবার (১২ অক্টোবর) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন দেয়া হয় এই ক্রয় প্রস্তাব। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেখানে বলা হয়, সৌদি আরব থেকে কেনা হবে আরও ৪০ হাজার টন ডিএপি সার। এতে মোট ব্যয় হবে ৩০৯ কোটি ৭৭ লাখ টাকা। প্রতি টনের দাম দাঁড়াবে ৬৯ হাজার টাকা।

এছাড়া, পিরোজপুরের কালিঙ্গা নদীর ওপর গার্ডার ব্রিজ নির্মাণে পূর্ত কাজের জন্য ‘ম্যাক্স ইনফ্রাকটাকচার লিমিটেড’কে নিয়োগ দেবার প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে ১০৫ কোটি টাকা। তবে, প্রত্যাহার করা হয়েছে মোংলা থেকে চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দ হয়ে পাকশী পর্যন্ত নৌরুটের নাব্যতা উন্নয়ন প্রকল্প।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply