ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে পৌর কাউন্সিলর গ্রেফতার

|

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও পৌর শহরের শান্তিনগর মহল্লার জাগরণী ক্লাব এলাকায় পৌরসভার মালিকানাধীন গাছ কাটার অভিযোগে ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর জমিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও শহরের কারিবাড়ি বাজার এলাকা থেকে কাউন্সিলরকে গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, গেলো ৮ অক্টোবর শনিবার বনবিভাগের অনুমোদন ও কোনো প্রকার টেন্ডার ছাড়াই পৌর শহরের শান্তিনগর মহল্লায় জাগরণী ক্লাব এলাকার পৌরসভার মালিকানাধীন মেহগনী গাছ পৌর কাউন্সিলর জমিরুলের ইন্ধনে চাঁন মিয়াসহ কয়েকজন মিলে কর্তন করে। যার আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা। পরে পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষকে খবর দিলে পুলিশ গিয়ে গাছটি জব্দ করে পৌরসভায় নিয়ে যাওয়া হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন জানান, ঠাকুরগাঁও পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হুদা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন। গাছ কাটার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের তদন্তে পৌর কাউন্সিলর জমিরুল ইসলামের সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply