বিদেশ থেকে আনা পণ্যের গায়ে থাকতে হবে উৎপাদনের তারিখ

|

বিদেশ থেকে আনা পণ্যে আমদানিকারকদের তথ্য থাকতে হবে৷ এছাড়া পণ্যগুলোর গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ থাকা বাধ্যতামূলক৷ তা না হলে কঠোর অভিযানের হুঁশিয়ারি দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান৷

বুধবার (১২ অক্টোবর) সকালে প্রসাধনী পণ্য আমদানীকারক ও ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, অনেক পণ্যে আমদানিকারকের তথ্য থাকছে না, এমনকি নেই এক্সপায়ারি ডেট ও মান সম্পর্কিত সিল, কোনো কোনো ক্ষেত্রে পণ্যটি দেশের নাকি বাইরের তাও বোঝা যাচ্ছে না, যা কাম্য নয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বলেন, আমদানিকারককে উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে যাওয়া পর্যন্ত দাম নির্ধারণ করে দিতে হবে৷ লাগেজ পার্টিতে প্রসাধনী আনার প্রবণতা বন্ধ করতে হবে। বিদেশ থেকে আনা পণ্যে কর ফাঁকির প্রবণতা দিন দিন বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply