বুথের ছবি দেখে কেন্দ্র বন্ধ করা কতটুকু যৌক্তিক ভেবে দেখতে ইসির প্রতি কাদেরের আহ্বান

|

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ঢাকায় বসে গোপন বুথের ছবি দেখে ভোট বন্ধ করা কতটুকু যৌক্তিক ও আইনসম্মত, তা ভেবে দেখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বসিলা বাসস্ট্যান্ডে ‘ঢাকা নগর পরিবহন’ বাস সেবার উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

ক্ষমতায় কারা থাকবে রাজপথে বিষয়টি ফয়সালা করার জন্য বিএনপি মহাসচিবকে দিন-তারিখ নির্ধারণ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার দাবি মামা বাড়ির আবদার ছাড়া কিছুই নয়।

গাজীপুরের বিআরটি প্রকল্প ডুবিয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের পরামর্শ ও অর্থায়নে এমন প্রকল্প আর নয়।

একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, অনুমতি ছাড়া কোনো বাস নগরে চলতে পারবে না। নগর পরিবহনে থাকবে না কোনো পুরাতন বাস। নতুন রুটের জন্য ৫০টি বাস নামানো হয়েছে বলে জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply