সুচির বিরুদ্ধে আরও তিন বছরের কারাদণ্ড ঘোষণা

|

অং সান সুচি। ছবি: সংগৃহীত।

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সাজার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে দেশটির সামরিক আদালত। এর আগে সুচির বিরুদ্ধে মোট ২৩ বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছিল। তবে দুর্নীতির মামলায় বুধবার (১২ অক্টোবর) আরও ৩ বছর কারাদণ্ড দেয়া হয়েছে সুচিকে। এর আওতায় এখন মোট ২৬ বছর কারা ভোগ করতে হবে সুচিকে। খবর সিএনএন এর।

সিএনএন বলছে, বুধবারের শুনানিতে ৫ লাখ ডলারের দুর্নীতির মামলায় দোষী প্রমাণিত হয়েছেন সুচি। এই মামলাতেই তার বিরুদ্ধে আরও ৩ বছরের সাজা দেয়া হয়েছে। এর আগে গত মাসে নির্বাচনে জালিয়াতির অভিযোগে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। ২০২১ সালের পর থেকেই এই মামলাতেই প্রথম নেত্রীকে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এদিকে, বুধবার অং সান সুচি ছাড়াও টোরু কুবোতা নামের এক জাপানি সাংবাদিকের বিরুদ্ধে আরও ৩ বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। এর আগে মিয়ানমারের নির্বাচনকালীন সময়ে ২০২১ সালের জুলাইয়ে সরকার বিরোধী এক সম্মেলনের ছবি তোলার অপরাধে গত সপ্তাহে তাকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে দেশটির আদালত। বুধবার অভিবাসন আইনে এ সাজার সাথে আরও ৩ বছরের কারাদণ্ড যুক্ত করা হয়েছে এই সাংবাদিকের বিরুদ্ধে। বিষয়টি নিশ্চিত করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী সরকার ন্যাশনাল লিগ অব ডেমোক্রেসিকে উৎখাত করা হয়। এ সময় দলটির নেত্রী অং সান সুচিসহ একাধিক নেতাকে গ্রেফতার করে জান্তা বাহিনী। এরপর থেকেই একটির পর একটি মামলা দায়ের করা হয় অং সান সুচির বিরুদ্ধে। সবশেষ বুধবার আরও একটি মামলায় শুনানিতে তাকে অতিরিক্ত ৩ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply