স্টাফ রিপোর্টার, মাদারীপুর:
ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে মাদারীপুরের কালকিনিতে বর্তমান চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন।
বৃহস্পতিবার (১৩ অক্তবর) মাদারীপুরের কালকিনির লক্ষ্মীপুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে মাদারীপুরের কালকিনির লক্ষ্মীপুর বাজারে যায় ইউনিয়নের পরাজিত ও সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন কাজীর সমর্থক ইমাম বেপারী। এ সময় বর্তমান চেয়ারম্যান মৌসুমী সুলতানার সমর্থক শহিদুল সরদার, ইমামকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে বাজারের ভেতর শুরু হয় উত্তেজনা। একপর্যায়ে দুই চেয়ারম্যানের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় ১০ জন।
এ সময় বেশকয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ ওঠে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আহতদের ভর্তি করা হয় শরীয়তপুর জেলা সদর হাসপাতালে। ইলিয়াস সরদার নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক।
এদিকে ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ায় বন্ধ রয়েছে লক্ষ্মী বাজারের দোকানপাট। পুরুষশূন্য এখন পুরো এলাকা। এই ঘটনার বিচার দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ও এলাকাবাসী।
/এনএএস
Leave a reply