কুমিল্লায় আপন খালাকে প্রকাশ্যে মারধরের ভিডিও ভাইরাল (ভিডিও)

|

অভিযুক্ত ইউপি মেম্বার দেলোয়ার হোসেন।

কুমিল্লার লালমাই উপজেলায় এক নারীকে প্রকাশ্যে লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। মারপিট করেছে ভূক্তভোগীর আপন বোনের তিন ছেলে। নির্যাতনের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ, ভুক্তভোগীর ভাগ্নে স্থানীয় ইউপি মেম্বারের নির্দেশে এ ঘটনা ঘটায় তারই ভাইয়েরা। জমি দখলের প্রতিবাদ করায় এ নির্যাতন- বলে অভিযোগ ভুক্তভোগীর।

প্রকাশ্যে আপন খালাকে লাঠি দিয়ে পেটাচ্ছে তিন ভাই। আশেপাশে অনেকেই ছিলেন কিন্তু মারধরকারীরা প্রভাবশালী হওয়ায় ওই নারীকে রক্ষায় এগিয়ে আসতে সাহস পায়নি কেউ। গত ২ অক্টোবর কুমিল্লার লালমাই উপজেলার বড়তুলা গ্রামে এ ঘটনা ঘটে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মারধরের ওই ভিডিও। নির্যাতনের শিকার মাজেদা বেগমের অভিযোগ, তার ভাগ্নে স্থানীয় ইউপি মেম্বার দেলোয়ার হোসেনের নির্দেশে তারই তিন ভাগ্নে তাকে প্রকাশ্যে মারধর করে।

কুমিল্লা আপন খালাকে প্রকাশ্যে মারধরের ভিডিও ভাইরাল

ভূক্তভোগী মাজেদা বেগম বলেন, রাস্তার মধ্যে ফেলে চতুর্দিক থেকে মারছে। চারিদিকে এতো মানুষ, কিন্তু কেউ সাহায্য করার জন্য আগায়ে আসেনি।

মাজেদার অভিযোগ, তাদের তিন বোনের জায়গা দখল করে আরেক বোনের ছেলে ইউপি মেম্বার দেলোয়ার পোল্ট্রি ফার্ম গড়ে তুলেছেন। স্থানীয় শালিসে জায়গা ছেড়ে দিতে বলা হলেও তা মানছেন না দেলোয়ার। উল্টো দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি।

মাজেদা আরও বলেন, জায়গাটা আমার। কিন্তু জায়গা ছেড়ে দেয়ার জন্য নানারকম চাপ দেয়া হচ্ছে আমাকে।

মাজেদার বোন সালেহা বেগম বলেন, চেয়ারম্যান-মেম্বার সবাইকে বলেছি ব্যবস্থা নিতে, তারা দেলোয়ারকে বলেছেন জায়গা ছেড়ে দিতে। কিন্তু সে জায়গা ছাড়ছে না।

অভিযুক্ত দেলোয়ারের দাবি ঘটনার সময় সেখানে ছিলেন না তিনি। আর মারধরের ঘটনা সাজানো নাটক বলে অভিযোগ তার পরিবারের।

ফোনে জানতে চাওয়া হলে অভিযুক্ত ইউপি মেম্বার দেলোয়ার হোসেন বলেন, আমি মারিনি। আপনি ওই ভিডিও ভাল করে দেখেন, আমাকে দেখবেন না।

এ ঘটনায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। তবে আসামিরা জামিনে আছে বলে জানিয়েছে পুলিশ।

লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, আমি যতোটুকু জানি যে আসামিরা জামিন নিয়েছে। আমরা তাদের গ্রেফতারের চেষ্টা করছি বলেই তারা আদালতে গিয়ে আশ্রয় নিয়েছে। দ্রুত মামলার তদন্ত শেষে করে অভিযোগপত্র জমা দেয়ার কথা জানিয়েছেন তিনি,।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply