আ’লীগ নিজেরা গোলোযোগ করে বিএনপির নামে নতুন করে ২৫ হাজার মামলা দিয়েছে: মির্জা ফখরুল

|

ঠাকুরগাঁও প্রতিনিধি:

আওয়ামী লীগ নিজেরাই গোলোযোগ সৃষ্টি করে বিএনপির কর্মীদের নামে অসংখ্য মামলা দিয়েছে, যার পরিমাণ নতুন করে প্রায় ২৫ হাজার ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এতো কিছুর পরও বিএনপি গণতান্ত্রিকভাবেই জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে কোনো বাধাই মানা হবে না।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে শান্তিপূর্ণ সমাবেশ করছে। কিন্তু সমাবেশে আসার পথে বিএনপির কর্মীদের ওপর আক্রমণ, বাধা দেয়া, গাড়ি ভাঙচুর ও গ্রেফতার করা হয়েছে। ইতোপূর্বে এই আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে চারজন কর্মী নিহত হয়েছেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, ১৫ অক্টোবর ময়মনসিংহে বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ রয়েছে। কিন্তু আওয়ামী লীগ নিজেদের আসল চেহারা উন্মোচন করে সেখানে উল্টো সমাবেশ ডেকেছে। এ সমাবেশের কোনো কারণই ছিল না। এর অর্থ হলো, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply