চীনে কোভিড নীতি শিথিলের দাবিতে বিক্ষোভ

|

ভাইরাল হওয়া বিক্ষোভের ভিডিও থেকে নেয়া ছবি।

কোভিড নীতি শিথিলের দাবিতে বিক্ষোভ হয়েছে চীনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের বেশ কিছু ছবি এবং ভিডিও। খবর তাইওয়ান নিউজের।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দেশটির রাজধানী বেইজিংয়ের বেশ কিছু জায়গায় হওয়া বিক্ষোভে অংশ নেন হাজারো আন্দোলনকারী।

এদিন শহরের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে বিদ্যমান কোভিড নীতির প্রতিবাদ জানান তারা। সড়কে টায়ার জ্বালিয়ে গাড়ি চলাচলও বন্ধ করে দেয়া হয়। গণ-নমুনা পরীক্ষার নিয়ম বাতিল, ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। পরে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় তাদের।

প্রসঙ্গত, চীনে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের ঘটনা বিরল। দীর্ঘদিন যাবৎ দেশটিতে করোনা বিধিনিষেধ অব্যাহত রাখায় ছড়িয়েছে এ ক্ষোভ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply