মালয়েশিয়ার আসন্ন নির্বাচনে জয় হবে ‘থ্রি পার্টি হোপ অ্যালায়েন্স’র: বিরোধী দলীয় নেতা

|

মালয়েশিয়ার বিরোধী দলীয় নেতা, আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ার আসন্ন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিয়ে জয় পাবে ‘থ্রি পার্টি হোপ অ্যালায়েন্স’। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এ আশাবাদ ব্যক্ত করেন দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। খবর এবিসি নিউজের।

এ সময় আনোয়ার ইব্রাহিম বলেন, সরকারের দুর্নীতিতে অতিষ্ট হয়ে গেছে দেশবাসী। এখন তারা পরিবর্তন চান। আমরা আশাবাদী এবং আত্মবিশ্বাসী।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে জয়লাভের জন্য কাজ করতে হবে। আমরা দেশকে বাঁচানোর কথা বলছি। প্রতিশ্রুতি দিচ্ছি, মালয়েশিয়াকে দুর্নীতিমুক্ত করবো। আমরা সাবেক প্রশাসনের প্রতিনিধিত্ব করছি না। বরং ভবিষ্যতের দিকেই আমাদের নজর। গত কয়েকদিনে ৪-৫টি রাজ্যে নির্বাচনী প্রচারণা চালিয়েছি। খুব শিগগিরই পরিবর্তন আসবে।

উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে নির্বাচন। এ নির্বাচন ঘিরে এরই মধ্যে সরকার ও বিরোধী পক্ষ উভয়ই জোর প্রচারণা চালাচ্ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply