টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা; বাদ পড়লেন সাব্বির, সাইফুদ্দিন

|

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। স্ট্যান্ডবাই তালিকা থেকে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার এবং বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। এই দুইজনকে জায়গা করে দিতে বাদ পড়েছেন সাব্বির রহমান ও অলরাউন্ডার সাইফুদ্দিন।

শুক্রবার (১৪ অক্টোবর) বিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাব্বির ও সাইফুদ্দিন ত্রিদেশীয় সিরিজ থেকেই ফিরে আসবেন দেশে। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শনিবার ব্রিসবেনের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। সেখানে আগামী ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব বাহিনী।

বাংলাদেশ স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলি রাব্বি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (সহ অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, এবাদত হোসেন।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply