এমএলএস গোল্ডেন বুট জিতলেন ন্যাশভিলের হানি মুখতার

|

ছবি: সংগৃহীত

জার্মান খেলোয়াড় হানি মুখতার ২০২২ এমএলএস গোল্ডেন বুট অ্যাওয়ার্ড পেয়েছেন। ২৩ গোল করার জন্য মঙ্গলবার (১১ অক্টোবর) পুরস্কারটি দেয়া হয়েছে আমেরিকান ক্লাব ন্যাশভিল এসসির এই ফরোয়ার্ডকে।

ন্যাশভিল এসসি ক্লাবের ৪৪ দশমিক ২ শতাংশ গোল এসেছে হানি মুখতারের পা থেকে। তিনিই প্রথম জার্মান খেলোয়াড় যিনি এই এমএলএস গোল্ডেন বুট পুরস্কার জিতেছেন। অস্টিন এফসির সেবাস্টিয়ান ড্রিউসে এবং ফিলাডেলফিয়ার ইউনিয়নের ড্যানিয়েল গ্যাজড্যাগও ছিলেন এই পুরস্কার পাওয়ার দৌড়ে। এই দুইজনই ২২ গোল করে মৌসুম শেষ করেছেন। তবে মুখতার ২৩ গোল করায় তার দখলেই গেছে ২০২২ সালের এমএলএস গোল্ডেন বুট অ্যাওয়ার্ড।

ন্যাশভিল এসসির ফুটবলার হানি মুখতার বলেন, হ্যাঁ, আমি খুব ভাল বোধ করছি। এটা আমার জন্য বড় সম্মানের। আমি আমার সতীর্থ, কোচ স্টাফ ও পুরো সংস্থার কাছে অনেক কৃতজ্ঞ। আমি গর্বিত।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply