ইউক্রেনের বেসামরিকদের ওপর রুশ বাহিনীর নিপীড়ন চালানোর ঘটনায় তদন্ত এবং দোষিদের শাস্তি নিশ্চিত করতে একাধিক উদ্যোগ নেয়ার পরিকল্পনা করছে জাতিসংঘ। খবর এপির।
শুক্রবার (১৪ অক্টোবর) সংস্থাটির নির্যাতন বিরোধী কমিটির বিশেষ বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।
বৈঠকে কমিটির পক্ষ থেকে দেয়া ওই বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর যে অমানবিক নিপীড়ন চলছে তা এখনই বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। রুশ বাহিনী অপহরণ, গুম এবং ধর্ষণের মতো অপরাধ করছে এমন অভিযোগে বিশেষ তদন্ত কমিশন করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে জাতিসংঘের নির্যাতন বিরোধী সাব-কমিটির চেয়ারপার্সন সুজানে জাব্বোর বলেন, এই মুহুর্তে রুশ নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। আমাদের আইনি অনেক ফাঁকফোকর রয়েছে। বিশেষ করে মানবাধিকার এবং যুদ্ধাপরাধ সংক্রান্ত একাধিক সমঝোতায় স্বাক্ষর করেনি রাশিয়া। তাই প্রয়োজনে আলাদা তদন্ত কমিশন এবং বিশেষ ট্রাইবুনাল গঠন করা উচিত এই ইস্যুতে।
প্রসঙ্গত, এ বৈঠকে ইউক্রেনে নিপীড়ন বন্ধে প্রয়োজনে বিশেষ ট্রাইবুনাল গঠনেরও তাগিদ দেয় জাতিসংঘের কমিটি অ্যাগেইনস্ট টর্চার। এর আগে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনে ইউক্রেন এবং আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি।
/এসএইচ
Leave a reply