মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।
সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে কল্পারম্ভের মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠীর আয়োজন। পুরোহিতের মন্ত্রোচ্চারণের সঙ্গে ঢাকের শব্দে মুখরিত হয়ে মণ্ডপ। দেবীর সন্তুষ্টি অর্জনের জন্য পত্র-পুষ্পের অর্ঘ্য নিবেদন করছেন ভক্তরা। বিশ্বব্যাপী শান্তি ও সমৃদ্ধি কামনায় থাকছে নানা আচার-অনুষ্ঠান। বিকেলে থাকছে অধিবাস ও আমন্ত্রণ। প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষে দুর্গতিনাশিনীকে আবাহন করা হয় মর্ত্যে। এবার দেবী আসছেন নৌকায়, ফিরবেন ঘোড়ায় পড়ে।
Leave a reply