বাংলাদেশকে পছন্দ হওয়ায় সফরের সময়কাল বাড়িয়েছেন ব্রুনাইয়ের সুলতান

|

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ।

বাংলাদেশে দুই দিনের সফর শেষে সোমবার (১৭ অক্টোবর) সকালে ব্রুনাইয়ে ফেরত যাবেন সুলতান হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ। বাংলাদেশের পরিবেশ পছন্দ হওয়ায় তিনি তার সফরকাল বাড়িয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোববার (১৬ অক্টোবর) দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের পর একটি সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ব্রুনাইয়ের সুলতানের আজ ফেরার কথা ছিল। কিন্তু তিনি আজ যাবেন না। বাংলাদেশকে উনি খুবই পছন্দ করেছেন। বলেছেন, আমাদের দেশ ওনার কাছে আরামদায়ক লেগেছে। এজন্য তিনি তার সফর বাড়িয়েছেন। কাল (সোমবার) সকালে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন।

বাংলাদেশের খাসির মাংস সুলতানের খুবই পছন্দ হয়েছে বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় হাস্যরস করে তিনি বলেন, বাংলাদেশের খাসির মাংস সুলতানের খুবই পছন্দ হয়েছে। তিনি আসার পরই আমরা তাকে খাসির কাচ্চি খাওয়াচ্ছি। আমরা তার সাথে বাংলাদেশে কিছু খাসির মাংসও পাঠাবো।

প্রসঙ্গত, শনিবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার একটি বিশেষ বিমানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ। দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন তিনি। রোববার (১৬ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হয়। আগামীকাল সোমবার সকালে বাংলাদেশ ছাড়বেন ব্রুনাইয়ের সুলতান।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply