ফের মেলেনি অনুমতি, ঢাকায় মঞ্চ মাতানো হচ্ছে না নোরা ফাতেহির

|

ছবি: সংগৃহীত

বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহির আপাতত ঢাকায় আসা হচ্ছে না। ১৮ নভেম্বর ঢাকায় যে অনুষ্ঠানে ৪০ মিনিটের জন্য মঞ্চ মাতানোর কথা ছিল, সেই আয়োজনে নোরার পারফর্ম করার অনুমতি দেয়নি সংস্কৃতি মন্ত্রণালয়।

জানা গেছে, বৈদেশিক মুদ্রার কৃচ্ছতা সাধনে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে ঢাকায় অনুষ্ঠান করার অনুমতি দেয়নি সংস্কৃতি মন্ত্রণালয়।

এবার নোরার অংশ নেয়ার কথা ছিল নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের পক্ষে ইসরাত জাহান মারিয়ার আবেদনের প্রেক্ষিতে সংস্কৃতি মন্ত্রণালয় এ সিদ্ধান্ত দিয়েছে বলে জানা গেছে। ঠিক একই ইস্যুতে গত মাসেও আরেকটি আয়োজনে অংশ নেয়ার অনুমতি পায়নি বলিউডের এই তারকা।

আইটেম গানের শিল্পী হিসেবে নোরা ফাতেহি বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে- ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’ প্রভৃতি। মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশসহ বিভিন্ন টিভি শোতেও নোরার উপস্থিতি বরাবরই জমকালো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply