ফ্রিল্যান্স কি-বোর্ডিস্ট কবির শানুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের

|

প্রয়াত ফ্রিল্যান্স কি-বোর্ডিস্ট কবির শানু।

রাজধানীতে চিকিৎসায় অবহেলার কবির শানু নামের এক মিউজিশিয়ানের মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। তাদের অভিযোগ, অবস্থা সংকটাপন্ন হওয়ার পরও যথাযথ চিকিৎসা দেয়া হয়নি তাকে। সোমবার সকালে রামপুরার বেটার লাইফ হাসপাতালের মারা যান ফ্রিল্যান্স কি-বোর্ডিস্ট কবির শানু।

রোববার (১৬ অক্টোবর) রাত দশটায় পেটে গ‍্যাসের সমস্যা নিয়ে বেটার লাইফ হাসপাতালে ভর্তি হন রামপুরা জাকের গলির বাসিন্দা কবির শানু। সোমবার (১৭ অক্টোবর) সকাল পর্যন্ত কবির ভালোই ছিলেন বলে জানান তার স্বজনরা। কিন্তু, এরপর হঠাৎ করেই দুর্বল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন কবির।

যদিও এ বিষয়ে বেটার লাইফ হাসপাতাল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোন বক্তব্য দেয়নি। ঘটনাস্থলে রামপুরা থানা পুলিশের একটি দল রয়েছে।

জানা গেছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালের মালিকপক্ষ বা মালিকপক্ষের কোনো প্রতিনিধি হাসপাতালে উপস্থিত হননি। হাসপাতালে কর্মরতরা মৃত কি-বোর্ডিস্টের আত্মীয়দের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছেন বলে জানা গেছে।

কবিরের আত্মীয়দের অভিযোগ, হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক কবিরকে দেখতে আসেননি। এমনকি তাকে দেয়া হয়নি প্রয়োজনীয় চিকিৎসাও।

কবিরের মেডিকেল রিপোর্টে দেখা গেছে, হাসপাতালে ভর্তির পর শুধুমাত্র একটি আল্ট্রাসনোগ্রাফি করা হয় তার। যেটি তার মৃত্যুর আধাঘণ্টা পর ডাক্তারদের হাতে পৌঁছেছিলো। স্বজনদের অভিযোগ হাসপাতালে ভর্তির পর মুমূর্ষু অবস্থায় থাকলেও কবিরের জন্য প্রয়োজনীয় আইসিইউয়ের ব্যবস্থা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত কবিরের যে মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে, সেসব রিপোর্টে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা অনেকটাই স্পষ্ট বলে অভিযোগ করেছেন শানুর আত্মীয়রা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply