যেসব সিদ্ধান্ত নেয়া হলো বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায়

|

ছবি: সংগৃহীত

ভারত ২০২৩ সালের এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না- বার্ষিক সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। সেই সাথে বিসিসিআইয়ে শেষ হলো সৌরভ গাঙ্গুলী অধ্যায়; বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন রজার বিনি। তবে, আইসিসি সভাপতি পদে কাউকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া নিয়েও কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। এর মানে, আইসিসিতেও যাওয়া হচ্ছে না সৌরভের।

তিন বছর আগেও বীরদর্পে ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসেছিলেন সৌরভ গাঙ্গুলী। সেখান থেকে বিদায়ের সবকিছুই চূড়ান্ত হয়ে গিয়েছিলো আগেই। বোর্ডের ৯১তম বাষিক সাধারণ সভা ছিলো যেনো শুধুই আনুষ্ঠানিকতার।

যেখানে সৌরভের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন রজার বিনি। ৮৩ র বিশ্বকাপ জয়ী দলের সদস্য বিনি, ৬৭ বছর বয়সে সভাপতি হলেন বেশ নাটকীয়ভাবেই। গুঞ্জন আছে, বিজেপির সাথে রাজনৈতিক হিসাব-নিকাশ না মেলায় সরে যেতে বাধ্য হয়েছেন প্রিন্স অফ ক্যালকাটা। তাই তো আরও একবার সমাপ্ত হলো গাঙ্গুলী অধ্যায়।

এ নিযে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজী

যদিও সৌরভের হয়ে ব্যাট ধরেও, রান পাননি মমতা। কেননা এজিএমে আইসিসি সভাপতি পদে ভারত থেকে কাউকে মনোনয়ন দেয়ার কোনো সিদ্ধান্তই নেয়া হয়নি। অথচ মঙ্গলবারই আইসিসিকে জানাতে হতো- ভারতের কোন প্রার্থী আইসিসি সভাপতি পদের জন্য লড়বেন। তার মানে দাঁড়ায়, পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন ছাড়া সৌরভের যাওয়ার আর কোনো জায়গা থাকলো না।

এদিকে, এ সভাতেই সিদ্ধান্ত হয়েছে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যাবার। ২০২৩ সালে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। বিসিসিআই সাধারণ সম্পাদক আর এশিয়ান ক্রিকেটের সভাপতি জয় শাহ বলছেন, নিরপেক্ষ ভেন্যুতে সরে যাবে এ টুর্নামেন্ট।

তাই তো বন্ধই রইলো ভারতের পাকিস্তান সফরের দরজা। এর মাঝেই সুখবর ভারতীয় নারী ক্রিকেটারদের জন্য। আগামী বছর থেকে নারীদের জন্য ৬ দলের আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply