ঝিনাইদহে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর-লুটপাট, আহত ৩

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের মগরখালী গ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ সময় ৩ জনকে কুপিয়ে যখম করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মগরখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মগরখালী গ্রামের কামরুল ইসলামের সাথে একই গ্রামের লাল চান মেম্বারের বিরোধ চলে আসছিল। কালীচরণপুর ইউনিয়নের যুবলীগ নেতা বিপ্লবের নেতৃত্বে মগরখালী গ্রামের মানুষের ওপর নানা অত্যাচার করে আসছে লাল চান মেম্বার। মঙ্গলবার বিকেলে মগরখালী গ্রামের কামরুল হোসেনের মা রুশিয়া বেগমের সাথে লাল চান মেম্বারের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সন্ধ্যায় বিপ্লবের নির্দেশে লাল চান মেম্বার তার সহযোগী আব্বাস, আছর, শিমুল জুয়েল, খায়রুল, কাশেম, মিন্টুসহ ২০/২৫ জন লোকজন কামরুল ও জাফরের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর, আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে। এতে বাধা দিলে কামরুল ইসলাম ও তার ভাই জাফর আলীসহ ৩ জনকে কুপিয়ে যখম করে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা বলেন, ঘটনার সংবাদ শুনেই সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply