শ্রমিকদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার না বানানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক শ্রম সংস্থা- আইএলও’র বাংলাদেশে ৫০ বছর পূর্তি উপলক্ষে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক আয়োজনে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, শুধু মুখের কথায় নয়, আন্তর্জাতিক শ্রম সংস্থাকে কাজের মাধ্যমেই শ্রমিকদের পাশে থাকতে হবে। অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে তৎপরতা বৃদ্ধির কথাও বলেন ড. মোমেন।
এ সময় আইএলও’র আঞ্চলিক পরিচালক সামাজিক উন্নয়ন নিশ্চিত ও শিশু শ্রম বন্ধে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করার কথা জানান।
ইউএইচ/
Leave a reply