আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমূল পরিবর্তন আনায় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মােল্যা নজরুল ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ। সম্প্রতি সংগঠনটির সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত এক চিঠিতে পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানানো হয়।
বিজিএমইএ’র চিঠিতে বলা হয়, আপনার যুগান্তকারী উদ্যোগের জন্য আপনাকে বিজিএমইএ পরিচালনা পর্ষদ এবং তৈরি পােশাক শিল্প পরিবার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। আশা করি দেশের অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে বিবেচিত তৈরি পােশাক শিল্পের সুষ্ঠু বিকাশে আপনার উদ্যোগ ও সহযােগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে।
চিঠিতে আরও বলা হয়, গাজীপুর অঞ্চলে বাংলাদেশের সর্বাধিক তৈরি পােশাক শিল্প কারখানা রয়েছে। এসব কারখানায় হাজার হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত। তাদের অধিকাংশই প্রতিদিন সকাল-সন্ধ্যায় মেট্রোপলিটন এলাকার রাস্তা হয়ে কারখানায় যাতায়াত করে। এছাড়াও কারখানায় ব্যবহৃত কাঁচামাল এবং কারখানায় প্রস্তুতকৃত পণ্যবাহী গাড়ি মেট্রোপলিটন এলাকার রাস্তায় চলাচল করে। বর্তমান পুলিশ কমিশনার যােগদানের পর থেকে এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করা হয় চিঠিতে।
/এডব্লিউ
Leave a reply