সাত বছর পর পরিচালকের আসনে ফিরলেন সুরাজ বারজাতিয়া। চার বর্ষীয়ান বন্ধুর অভিন্ন এক বন্ধুত্বের গল্প বলতে যাচ্ছেন সুরাজ। আর সিনেমার মুখ্য ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, বোমান ইরানি, অনুপম খের ও নীনা গুপ্তা। কয়েকদিন আগেই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় নতুন সিনেমা ‘উঁচাই’ এর পোস্টার। সম্প্রতি মুক্তি পেলো সিনেমাটির ট্রেলারও।
নায়ক-নায়িকা ছাড়া নাকি সিনেমা হয় না, এমন ধারণা রূপালি জগতের অধিকাংশ মানুষের। এ অলিখিত নিয়মের বাইরেও অবশ্য সিনেমা নির্মিত হয়, সাফল্য-জনপ্রিয়তার মুখও দেখে। তবে সেগুলোতেও থাকে নানা বয়সী অভিনেতা-অভিনেত্রীর সম্মিলন। এমন যদি হয়, একটি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে চার জ্যেষ্ঠ অভিনেতা, তাহলে কেমন হবে?
সুরাজ বারজাতিয়া পরিচালিত ‘উঁচাই’ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি ও ড্যানি ডেনজংপা। যারা প্রত্যেকেই বয়সের নিরিখে জীবনের প্রান্তে রয়েছেন। বিস্ময়কর ব্যাপার হলো, এই সিনেমার প্রেক্ষাপট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট ঘিরে।
চার বন্ধুর একজনের প্রবল ইচ্ছে মাউন্ট এভারেস্টে যাওয়ার। কিন্তু বাকি তিন বন্ধুর সাহস কুলোয় না। আবার বয়সের কারণে শরীরও সায় দেয় না। ইচ্ছেটা অপূর্ণ রেখেই মারা যান ড্যানি। এরপর বাকি তিনজন সিদ্ধান্ত নেন, প্রিয় বন্ধুর অস্থি বিসর্জন সেখানেই হবে, যেখানে যাওয়ার ইচ্ছেটা সারাজীবন পুষে রেখেছিলেন তিনি। এরপরই শুরু হয় তাদের এভারেস্টের বেজক্যাম্প অভিযান।
এ সিনেমায় আরও অভিনয় করেছেন বলিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী নীনা গুপ্তা। এছাড়া একটি পার্শ্ব চরিত্রে আছেন পরিণীতি চোপড়া। ট্রেকিং গাইডের ভূমিকায় দেখা যাবে পরিণীতিকে। ইন্টারনেটে উঁচাই এর ট্রেলার প্রকাশের পর দারুণ সাড়া দিয়েছেন দর্শকরা। এমন একটি গল্প এবং চারজন জ্যেষ্ঠ অভিনেতাকে নিয়ে কাজ করায় নির্মাতাকে সাধুবাদ দিচ্ছে তারা।
মূলত ‘বন্ধুত্ব, সাহসিকতা এবং জীবনের উদযাপন’-এই তিনটি বিষয়ই উঠে আসবে সুরাজ বারজাতিয়ার এ সিনেমায়। বন্ধুর জন্য ঠিক কতোটা দূর যাওয়া যায়? সেই প্রশ্নের জবাবই দেবে ‘উঁচাই’। যার জন্য অপেক্ষা করতে হবে ১১ নভেম্বর পর্যন্ত।
/এসএইচ
Leave a reply