ইউক্রেনকে অস্ত্র দেবে না ইসরায়েল

|

চলমান রুশ-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে কোনো প্রকার অস্ত্র দেবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ। বুধবার (১৯ অক্টোবর) তিনি এ কথা জানান। খবর বার্তা সংস্থা এএফপির।

প্রতিরক্ষা মন্ত্রীর দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের অবস্থান পরিবর্তন হবে না। তারা ইউক্রেনকে কোনো প্রকার অস্ত্র সরবরাহ করবে না। তবে তারা পশ্চিমা মিত্রদের সাথে আছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকেই ইসরায়েল মস্কোর সাথে সম্পর্ক রক্ষায় সূক্ষ্ম কূটনৈতিক লাইন ধরে চলছে। এর আগে মাত্র দুইদিন আগে রুশ কর্তৃপক্ষ জানিয়েছিল, যুদ্ধে তেল আবিব যদি ইউক্রেনীয় বাহিনীকে সহায়তা করে তবে তা দু’দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply