ইরাকের কুর্দিস্তানে স্বাধীনতার প্রশ্নে গণভোট শেষে চলছে ভোট গণনা। বলা হচ্ছে বৃহস্পতিবার নাগাদ জানা যাবে ভোটের ফলাফল।
কুর্দিস্তানের নির্বাচন কমিশন বলছে, গণভোটে ভোটার উপস্থিতি ছিল অন্ত ৭৮ শতাংশ। ইরাক থেকে আলাদা হয়ে স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র গঠিত হবে কিনা এ প্রশ্নে এই গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে স্বাধীন রাষ্ট্র পাবেন ইরাকের প্রায় ৪০ লাখ কুর্দি। স্বায়ত্ত্বশাসিত অঞ্চল হিসেবে মর্যাদা থাকলেও কেন্দ্রীয় সরকারের সাথে অর্থনৈতিক বৈষ্যমের জেরে দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলো কুর্দি প্রশাসন। এদিকে, গণভোটকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে ইরাক সরকার। সহিংসতার আশঙ্কায় কিরকুকে জারি আছে কারফিউ।
Leave a reply