বিপদে পড়া তিমিকে বাঁচাতে রুদ্ধশ্বাস অভিযান

|

সাগর উপকূলে বিপদে পড়া এক তিমিকে বাঁচাতে হলো রুদ্ধশ্বাস অভিযান। শেষমেষ নিরাপদেই উদ্ধার হয় প্রাণীটি।

কানাডার পশ্চিমে টেক্সাডা উপকূলে হয় এ ঘটনা। দ্বীপের কাছাকাছি আটকা পড়ে হ্যাম্পব্যাক প্রজাতির তিমিটি। স্থানীয় জেলেরা জানান, জাহাজের দড়ি পেঁচিয়ে যায় তিমির শরীরে।

পরে খবর দেয়া হয় ম্যারিন ম্যামাল রেসকিউ টিমকে। দ্রুতই ব্যবস্থা নেয় উদ্ধারকর্মীরা। মাছ ধরার নৌকা ও ছোট জাহাজ নিয়ে অভিযান চালান উদ্ধারকর্মীরা। দড়ি থেকে মুক্ত করা হয় হ্যাম্পব্যাকটি। নিরাপদে ফিরিয়ে দেয়া হয় মাঝ সাগরে তিমির আবাসে।

হ্যাম্পব্যাক প্রজাতির তিমি সাধারণত ১৪ মিটার পর্যন্ত দীর্ঘ হয়। ওজন গড়ে ৪৫ টন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply